আরো কিছু দিন
থাকবে এই পাতা ঝরা দিন ।
আরো কিছুদিন
তোমাদের পায়ের নীচে
আমার ঝরাপাতা বাজবে প্রতিদিন।
আরো কিছুদিন
ভয়ে ভয়ে দিন আমার কাটবে
পাখিদের মত হাত দুটি কেঁপে কেঁপে উঠবে ।
একদিন ভালোবাসার তারাটি
আমার আকাশে ভাসবেই
একদিন সব ঝিলিকেরা
আমার এখানে আসবেই ।
- শাহ জামাল উদ্দিন
Leave a Reply