হোম

বাংলা কবিতা

বাংলা-কবিতা ডটকম (www.bangla-kobita.com) ওয়েবসাইটটি ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম আত্মপ্রকাশ করে। প্রথমে এখানে শুধুমাত্র খ্যাতিমান কবিদের কবিতার সংকলন ছিলো। পরবর্তীতে ২০১০ সালের ফেব্রুয়ারিতে কবিতার আসর (Kobitar Ashor) বিভাগ যোগ করা হয়, যেখানে সদস্যরা তাদের স্বরচিত কবিতা প্রকাশ করতে পারতেন। তারপর থেকে নিয়ে এ পর্যন্ত সুদীর্ঘ পথ পরিক্রমায় এই ওয়েবসাইটটি বর্তমানে বাংলা কবিতার সর্ববৃহৎ অনলাইন সংকলনের পাশাপাশি কবিতা প্রকাশ ও প্রচারের এক অনন্য চর্চাক্ষেত্রে পরিণত হয়েছে। আমাদের কবিতার আসরে প্রতিদিন শতাধিক সদস্য তাদের কবিতা প্রকাশ করছেন। এপর্যন্ত এই আসরে সদস্যদের ৪ লক্ষাধিক কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়াও খ্যাতিমান কবিদের (Kobi) সহস্রাধিক কবিতা এখানে সংকলিত হয়েছে। সেই সাথে আলোচনা বিভাগে (Discussion) কবি ও কবিতার ওপর নানাবিধ শিক্ষামূলক ও গঠনমূলক লেখা প্রকাশের পাশাপাশি আবৃত্তি ঘরে (Abritti) নিয়মিত আবৃত্তির ভিডিও প্রকাশ করছেন আমাদের সদস্যেরা। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই কবিতার পোর্টালটি প্রতিদিনই আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। আপনি যদি সৌখিন কবি, আবৃত্তিকার, অথবা কবিতা-প্রেমী যে কেউ হয়ে থাকেন, তবে জানবেন যে এই ওয়েবসাইটটি আপনার জন্যই তৈরি করা হয়েছে!

আমাদের ১৬ বছরের অর্জন

Table Header Table Header Table Header Table Header
Content
Content
Content
Content